পটুয়াখালীতে বিএনসিসি’র শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং বৈশি^ক মহামারী করোনা পরিস্থিতে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর ব্যবস্থাপনায় এবং পটুয়াখালী সরকারী কলেজ ও বউফল সরকারি কলেজের অংশগ্রহণে জনসচেতনতামূলক আলোচনা সভা, র্যালী, স্বেচ্ছাসেবক কার্যক্রমের অংশ হিসেবে, লিফলেট, মাস্ক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর’র লাউঞ্জে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। পটুয়াখালী সরকারি কলেজের¡ সহকারি অধ্যাপক বিএনসিসির পিইউও মোঃ শামিম হোসেন খান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সদর দপ্তরের জি আর্টিলারী রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার।
এসময় শিক্ষক পরিষদের সচিব সহকারি অধ্যাপক মোঃ জাফর ইকবাল, বাউফল সরকারী কলেজের বিএনসিসি’র পিইউও প্রভাষক মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ পটুয়াখালী সরকারি কলেজের অন্যান্য শিক্ষবৃন্দ, বিএনসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পটুয়াখালী সরকারি কলেজ গেটে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল, মাস্ক ও লিফলেট বিতরল করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে কলেজ গেট থেকে একটি জনসচেতনতা মূলক বর্ণাঢ্য রালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে শেষ হয়। র্যালীর সময় মাস্ক বিতরন করা হয়।